• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রকাশ:  ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে একটি বাড়ি থেকে হাত–পা বাঁধা অবস্থায় এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল আটটায় স্থানীয় এক নারী ফুল তুলতে গিয়ে ঘরের দরজা খোলা অবস্থায় ভেতর লাশ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মারা যাওয়া দুজন হলেন : বড়কুল ইউনিয়নের দাসপাড়া এলাকার উত্তম বর্মণ (৬২) ও তাঁর স্ত্রী কাজলী রাণী বর্মণ (৫৫)। তাঁরা একই এলাকার দুলাল দাসের বাড়ির পাহাড়াদার হিসেবে বসবাস করতেন। দুলাল দাস নারায়ণগঞ্জে বসবাস করেন বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ বলেছেন, ওই দম্পতিকে হাত-পা বেঁধে বালিশচাপা দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করেছে। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান বলেছেন, ওই বৃদ্ধ দুই বিয়ে করেছিলেন। এক স্ত্রীকে নিয়ে দুলাল দাসের বাড়িতে পাহাড়াদার হিসেবে থাকতেন। এই স্ত্রীর কোনো সন্তান নেই। আগের স্ত্রীর ঘরে সন্তান রয়েছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে অনেকে ধারণা করছেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে বলেছেন, আগের দিন রাতে ওই দম্পতিকে হাত–পা বেঁধে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার তদন্ত চলছে।

সর্বাধিক পঠিত