ফরিদগঞ্জে স্মার্ট হোল্ডিং সফট্ওয়্যারের উদ্বোধন
ফরিদগঞ্জ পৌরসভায় স্মার্ট হোল্ডিং সফটওয়্যার ও ডিজিটাল নম্বর প্লেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। ১৭ সেপ্টেম্বর রোববার দুপুরে উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। পরে পৌর মিলনায়তনে আলোচনা সভায় পৌর নির্বাহী কর্মকর্তা শাহ আবু সুফিয়ান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এ সময় আরো বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান পরান, মাজহারুল ইসলাম মিরন, নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেন, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন এবং সফটওয়্যার বাস্তবায়কারী সংস্থা সিইউএস’র নির্বাহী প্রকৌশলী আরএস শিপন প্রমুখ।
সিইউএস’র নির্বাহী প্রকৌশলী আরএস শিপন জানান, এই সফটওয়্যারের মাধ্যমে পৌর এলাকায় প্রতিটি পরিবারের সমস্ত তথ্য সংরক্ষিত থাকবে। ফলে সেবা নিতে এসে পৌর নাগরিকরা হয়রানি ব্যতির্যকে দ্রুত সেবা গ্রহণ করতে পারবে।