• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অতিরিক্ত ডিআইজি হলেন মৈশাদীর কৃতী সন্তান আয়েশা সিদ্দিকা

প্রকাশ:  ১৯ নভেম্বর ২০২৩, ১০:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (উপ-মহাপরিদর্শক) পদে পদোন্নতি পেলেন চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী খান বাড়ির আলহাজ্ব ফজলুর রহমান খানের দ্বিতীয় মেয়ে আয়েশা সিদ্দিকা। ৬ নভেম্বর সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহনূর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আয়েশা সিদ্দিকা বিপিএম-পিপিএমসহ বাংলাদেশ পুলিশের ১৫২ জন পুলিশ সুপারকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা আয়েশা সিদ্দিকা বাংলাদেশ পুলিশের বিশেষ শাখায় (এসবি) পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকাবস্থায় এ পদোন্নতি লাভ করেন। এর আগে তিনি গোপালগঞ্জে পুলিশ সুপার হিসেবে দীর্ঘদিন সফলতার সাথে দায়িত্ব পালন করেন। করোনা মোকাবেলায় পেশাগত দায়িত্ব পালনের পাশাপশি তিনি বিভিন্ন মানবিক ও সামজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ব্যাপক প্রশংসা অর্জন করেন।
আয়েশা সিদ্দিকা বিসিএস (পুলিশ) ২৪তম ব্যাচের একজন কর্মকর্তা। পেশাগত কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন পুরস্কার বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক লাভ করেছেন। জননিরাপত্তা বিভাগের একই প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া সকল কর্মকর্তাকে নতুন কর্মস্থলে যোগদানের তারিখ থেকে পদোন্নতির এ আদেশ কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

সর্বাধিক পঠিত