• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডারের ওপর হামলা

প্রকাশ:  ২০ ডিসেম্বর ২০২৩, ১০:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জে নির্বাচনের প্রতীক বরাদ্দের প্রথম দিনেই স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্যাহ তপদারের উপর হামলার ঘটনা ঘটেছে। একই সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। ফরিদগঞ্জ বাজারে ১৮ ডিসেম্বর আনুমানিক রাত ৮ টার সময় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাজারের বিভিন্ন স্থানে পুলিশের উপস্থিতি নিশ্চিত করেছে স্থানীয়রা।
 জানা যায়, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক এমপি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার পক্ষে উপজেলা আওয়াম লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্যাহ তপদার, ডেপুটি কমান্ডার সারোয়ার হোসেনসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফরিদগঞ্জ বাজারে নির্বাচনী প্রচারণামূলক গণমিছিল করেন। মিছিল শেষে ফরিদগঞ্জ বাজারের সাবেক সিনেমা হল মার্কেটের সামনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্যাহ তপদারের উপর একদল যুবক হামলা করে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এতে স্থানীয় বাজার ব্যবসায়ী ও ক্রেতাদের মনে আতঙ্ক বিরাজ করছে।
হামলার শিকার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্যাহ তপদার সাংবাদিকদের জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পরে দেশমাতৃকাকে স্বাধীন করেছি। স্বাধীনতার পর থেকে যতবার জাতীয় সংসদের নির্বাচন পেয়েছি, ততবারই নৌকার পক্ষে সক্রিয়ভাবে অবস্থান নিয়ে মাঠে কাজ করেছি। গত নির্বাচনেও এর ব্যত্যয় ঘটেনি। কিন্তু এবার স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনের মাঠে থাকার জন্য অনুমতি প্রদান করেছেন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তাই পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনের মাঠে মিছিলে অংশগ্রহণ করেছি। মধ্য বাজারে সাবেক সিনেমা হল মার্কেটের সামনে আসলে প্রায় ২০ জনের একদল যুবক জয় বাংলা স্লোগান দিয়ে আমার উপর হামলা চালায় এবং আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এদিকে বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়ে ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, বাজারে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আমরা চাই বাজার ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করবে সংশ্লিষ্ট প্রশাসন আমাদের সেই সুযোগ তৈরি করে দিবে।
এ ঘটনায় নিন্দা জানিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সারোয়ার হোসেন জানান, ঘটনাটি আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে থানা পুলিশকে মৌখিকভাবে জানিয়েছি। পরে লিখিতভাবে জানানো হবে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
মুক্তিযোদ্ধা কমান্ডারের উপর হামলার বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার জানান, বীর মুক্তিযোদ্ধাদের উপর সন্ত্রাসী হামলা একেবারেই দুঃখজনক। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল স্থানীয় সংবাদকর্মীদের জানান, মুক্তিযোদ্ধা কমান্ডার বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাবো।