• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সিস্টেম খোকন গ্রেফতার

প্রকাশ:  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বহু মামলার আসামি, মাদক সম্রাট, শাহরাস্তি উপজেলার আলোড়ন সৃষ্টিকারী মোঃ ফারুক ওরফে সিস্টেম খোকন এবার হত্যা ও অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে পলাতক থেকে অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে। ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শাহরাস্তি থানার ওসি মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই জনি কান্তি দে ও কিশোর বড়ুয়া অভিযান পরিচালনা করে তাকে আটক করে। সিস্টেম খোকন শাহরাস্তি উপজেলার মাদক সম্রাট নামে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ পর্যন্ত বহুবার তাকে মাদকসহ আটক করা হয়েছে। শাহরাস্তি থানা পুলিশ ক’বছর পূর্বে আটক করতে গেলে খোকন পুলিশের ভয়ে পালাতে গিয়ে দুটি ভবনের মাঝখানের ফাঁকে আটকা পড়ে। প্রায় তিন ঘন্টা অভিযান চালিয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মীরা সে সময় তাকে উদ্ধার করে। এ ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। বারবার পুলিশের হাতে আটক হলেও তাকে মাদক ব্যবসা থেকে ফেরানো যায়নি। জেল থেকে মুক্তি পেয়েই মাদক ব্যবসায় জড়িত হয়ে পড়ে খোকন। শাহরাস্তি পৌর এলাকার ৫নং ওয়ার্ডের উপলতা গ্রামের কাজী বাড়ির আঃ হকের ছেলে সিস্টেম খোকন।
পুলিশ জানায়, চট্টগ্রাম বন্দর থানায় ১৯৯৯ সালে তার বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা দায়ের হয়। সে মামলার রায়ে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মামলার রায়ের পর সে পুলিশের হাতে আটক হওয়ার ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল। সিস্টেম খোকনকে আটকের মাধ্যমে শাহরাস্তি থানা পুলিশের উল্লেখযোগ্য সফলতা অর্জিত হয়েছে।