• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কোস্টগার্ডের অভিযান : পাচারকালে ট্রলারসহ ৩ হাজার ১০০ কেজি জাটকা জব্দ

প্রকাশ:  ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে মেঘনা নদীতে ২টি ট্রলার থেকে ৩ হাজার ১০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার ১৪ ফেব্রুয়ারি দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কেএম শাফিউল কিঞ্জল এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এইদিন ভোরে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার চাঁদপুর সাব লেফটেন্যান্ট ফজলুল হকের নেতৃত্বে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার এখলাছপুর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বোরচর হতে ঢাকাগামী ২টি কাঠের ট্রলার তল্লাশি করে ৩১০০ কেজি (৭৭.৫ মণ) জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকার আনুমানিক বাজার মুল্য ৯ লক্ষ ৩০ হাজার টাকা।
তিনি আরও বলেন, পরবর্তীতে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জামিল হোসেনের উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।