• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় জাল নৌকাসহ ১৩ জেলে আটক

প্রকাশ:  ১৬ এপ্রিল ২০২৪, ০৮:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর নৌ থানার গত ২৪ ঘন্টার অভিযানে কারেন্টজাল সহকারে ৪টি জেলে নৌকা ও ১৩ জেলে আটক হয়েছে।গত ১৪ ও ১৫ এপ্রিল সন্ধ্যা ৬.১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। চাঁদপুর নৌথানার এক প্রেসনোটে জানানো হয় এ তথ্য । এতে বলা হয়েছে
গ্রেফতাকৃত মোট আসামী ১৩ জন। চাঁদপুর সদর মডেল থানাধীন রাজরাজেশ্বর ইউপির শিলারচর নামক স্থানের মেঘনা নদী হতে গ্রেফতারকৃত আসামী বিল্লাল চৌকিদার (৩২), পিতা-মজিবর চৌকিদার, জাকির মাঝি (৪২), রাসেল প্রধানিয়া (২৮),তাজল চৌকিদার (১৯), মোঃ ইব্রাহিম (১০), সর্ব সাং-বকাউল কান্দি, ৬নং ওয়ার্ড, থানা-সখিপুর, জেলা-শরীয়তপুর, মোঃ জহির গাজী (২৪) ও আবুল কালাম (২৫) উভয় সাং-দক্ষিন বোরোচর, ১নং ওয়ার্ড, থানা ও জেলা-চাঁদপুর, হাকিম আলী (৮),শয়ন আহমেদ (১৯),সুজন (২১) উভয় সাং- শিখিরচর, ২নং ওয়ার্ড, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, ফারুক বেপারী (৩২), খলিল দর্জি (২২),রনি বেপারী (১২), সখিপুর, জেলা-শরীয়তপুরদেরকে নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরা অবস্থায়  হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত হতে ২৬০০ মিটার অবৈধ কারেন্টজাল ও ৪টি ইঞ্জিন চালিত জেলে নৌকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আটক ১৩ জন অসাধু জেলের মধ্যে ৯ জনের বিরুদ্ধে মৎস্য আইনে ২টি নিয়মিত মামলা দায়ের এবং ৩ জন অপ্রাপ্ত বয়স ও ১ জন বাক প্রতিবন্ধী হওয়ায় অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়েছে।

সর্বাধিক পঠিত