আজ ১৬৪তম রবীন্দ্রজয়ন্তী


আজ পঁচিশে বৈশাখ (৮ মে ২০২৫) বৃহস্পতিবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জয়ন্তী। ১২৬৮ বঙ্গাব্দের এইদিনে কালজয়ী এই কবির পৃথিবীতে আগমন ঘটে। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে বিংশ শতাব্দীর প্রায় অর্ধেক সময় ধরে এ সুদীর্ঘ সময়ে তিনি অসংখ্য কবিতা, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, নাটক, সংগীত এবং চিত্রকলা সৃষ্টি করে বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব সাহিত্যের দরবারে এক সুউচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন। রবীন্দ্রনাথ শুধু একটি নাম নয়, অনন্য প্রতিষ্ঠান। রবীন্দ্রনাথ ঘুমন্ত বাঙালিকে জাগিয়ে তুলতে তাদের মধ্যে সঞ্চারিত করেছিলেন আত্মোপলব্ধি ও স্বাধীনতার চেতনাবোধ। তাঁর বিশালতা ও ব্যাপ্তি মহাসমুদ্রের মতোই। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে তিনি সাহিত্যের আলোকসম্পাত করেননি। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে চাঁদপুরের জেলা প্রশাসন, সাংস্কৃতিক সংগঠনগুলো এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করেছে।