• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
  • ||
  • আর্কাইভ

নেপালে মন্ত্রীদের হেলিকপ্টারে সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী

প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বিক্ষোভ সহিংস আকার ধারণ করায় নেপালি সেনাবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে ভৈসেপাটিতে অবস্থিত মন্ত্রীদের বাসভবন থেকে তাদের সরিয়ে নিতে শুরু করেছে। ধারাবাহিক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়ি লক্ষ্যবস্তু হওয়ার পর এ পদক্ষেপ আসে। বিক্ষোভকারীরা ভৈসেপাটিতে এক মন্ত্রীর বাড়িতেও অগ্নিসংযোগ করেছে। জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ ভবনের নিরাপত্তায়ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সামরিক ব্যারাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি চলমান পরিস্থিতি নিয়ে মন্ত্রীদের সঙ্গে আলোচনা করছেন বলে জানা গেছে। সূত্র : কাঠমান্ডু পোস্ট