জাকসু নির্বাচন: শীর্ষ ৪ পদে কে কত ভোট পেলেন?


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মো. মাজহারুল ইসলাম জয়ী হয়েছেন। শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে জাকসু নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে।
এছাড়া, এজিএস (ছাত্র) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের ফেরদৌস আল হাসান, এবং এজিএস (ছাত্রী) পদে নির্বাচিত হয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা।
নির্বাচনের বিস্তারিত ফলাফলে দেখা গেছে, ভিপি পদে আব্দুর রশিদ জিতু পেয়েছেন ৩,৩৩২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আরিফ উল্লাহ পেয়েছেন ২,৩৯২ ভোট।
সাধারণ সম্পাদক পদে জিএস বিজয়ী মাজহারুল ইসলাম পেয়েছেন ৩,৯৩০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের প্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম পেয়েছেন ১,২৩৮ ভোট।
সহসাধারণ সম্পাদক (পুরুষ) পদে ফেরদৌস আল হাসান পেয়েছেন ২,৩৫৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস সমর্থিত জিয়া উদ্দিন আয়ান পেয়েছেন ২,১৪০ ভোট। এজিএস (নারী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা পেয়েছেন ৩,৪০২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মালিহা নামলাহ পেয়েছেন ১,৮৩৬ ভোট।