• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

নতুন কুঁড়ির ২৯ বছর পূর্তিতে ৫ম মেহেদী উৎসব

প্রকাশ:  ২২ মার্চ ২০১৯, ০১:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের প্রসিদ্ধ সাংস্কৃৃতিক ও ক্রীড়া সংগঠন নতুন কুঁড়ির ২৯ বছর পূর্তি উপলক্ষে গত ২০ মার্চ বুধবার বিকেল ৪টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে ৫ম মেহেদী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় উক্ত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন ও মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদ।
সাংবাদিক ও নাট্যাভিনেতা এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুরের সভাপতি তপন সরকার, প্রবীণ নাট্য ব্যক্তিত্ব আকরাম খান, সাংবাদিক আব্দুল্লাহ আল-মামুন ও চলচ্চিত্র নির্মাতা আরিফ রাসেল। এরপর কিশোরী ও তরুণীদের হাতে মেহেদী আল্পনার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃৃতিক সংগঠন এবং রংধনু সৃজনশীল নৃত্য সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেদী প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমবায়ী, চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ জসিম উদ্দিন শেখ।
মেহেদী উৎসবের চেয়ারম্যান মোঃ জিতু মিয়ার সভাপতিত্বে বিশেষে অতিথি ছিলেন অ্যাডঃ মোঃ শহীদুল্লাহ কায়সার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ম মেহেদী উৎসবের সদস্য সচিব অ্যাডঃ মোঃ নূরুল হক কমল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবুল কালাম সরকার।