• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

সুরধ্বনি সংগীত একাডেমির বর্ষবরণ

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০১৯, ১৬:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন সুরধ্বনি সংগীত একাডেমির আয়োজনে বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে প্রথম পর্বে একাডেমির শিশু শিল্পীদের পরিবেশনা এবং পরে সংগঠনের সিনিয়র শিল্পীদের পরিবেশনা পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক রোটাঃ কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর প্রমুখ। একাডেমির অধ্যক্ষ অনিতা নন্দীর সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা ডাঃ পীযূষ কান্তি বড়–য়ার সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করে বুশরা সুলতানা, তাহসিন আলম, হিমাদ্রি পাল, আনিকা মেহজাবিন, জান্নাত আরা উর্মি, শ্রাবন্তী দে, ফাইজা তাহসিন শেখ, অংকুর সরকার, শ্যামা সরকার মুন, অনন্দিতা ধর মৈত্রী, অনিন্দ্য সরকার অঞ্জন, ঊর্মি, আশ্রাফুল আলম অমি, নুসরাত জাহান ¯েœহা, মেহজাবিন আফরিন, ইফনাতুন নুশাদী, মেহবুবা শাহরিন নিহা, মিথিলা সাহা, পুষ্পিতা দাস, রওশন তাবাস্সুম, সাওজানা জাহান পৃথা, অর্পিতা দাস, অনন্যা বণিক, ফারহা উলফাত সাইরি, দিপা রায় চৈতি, সানজিদা আলম, গিয়াস উদ্দিন দেওয়ান, প্রিতম সরকার অর্নব, মেহেদী হাসান আরবি সহ আরও অনেকে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সুমন কর্মকার।