মফস্বল সাংবাদিক ফোরাম ফরিদগঞ্জ উপজেলা কমিটি গঠন
সভাপতি নারায়ণ সম্পাদক এএস লিটন সাংগঠনিক সুজন


বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ফরিদগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গত ১৩ অক্টোবর সন্ধ্যায় ফরিদগঞ্জ বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক নারায়ণ রবিদাসের সভাপতিত্বে ও সাংবাদিক আঃ ছোবহান লিটনের সঞ্চালনায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে নারায়ণ রবিদাসকে সভাপতি ও আঃ ছোবহান লিটনকে সাধারণ সম্পাদক এবং আনিছুর রহমান সুজনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ফরিদগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
কার্যকরী কমিটির অন্য সদস্যরা হচ্ছেন : সহ-সভাপতি মশিউর রহমান, নূরুল ইসলাম ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক, শরীফ আহাম্মদ, কোষাধ্যক্ষ লিটন কুমার দাস, দপ্তর সম্পাদক জাকির হোসেন সৈকত, প্রচার সম্পাদক শাকিল হাছান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বারাকাত পাটওয়ারী, কার্যনির্বাহী সদস্য নূরুন্নবী নোমান, প্রবীর চক্রবর্তী, মামুনুর রশিদ পাঠান, কামরুজ্জামান, জাকির হোসেন পাটওয়ারী, আমান উল্যা আমান, তাপস চক্রবর্তী, মোঃ মনির হোসেন ও মোঃ আক্তার হোসেন।