মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলা পরিষদের উপহার
চাঁদপুর প্রেসক্লাবের নির্মাণাধীন চতুর্থতলার ছাদ ঢালাই উদ্বোধন


চাঁদপুর প্রেসক্লাবের নির্মাণাধীন চতুর্থতলার ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়ন কমিটির আহ্বায়ক আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী। তিনি বলেন, এটি মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চাঁদপুর প্রেসক্লাবের জন্য জেলা পরিষদের উপহার।
উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, লক্ষণ চন্দ্র সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, চাঁদপুর প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়ন কমিটির সদস্য সচিব মনির চৌধুরী, কোষাধ্যক্ষ রিয়াদ ফেরদৌস, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান সুমন, ক্রীড়া সম্পাদক চৌধুরী ইয়াছিন ইকরাম, সদস্য তালহা জুবায়ের ও শরীফুল ইসলাম।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ।