• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ডাঃ দীপু মনি মন্ত্রী-এ খবরে গতকাল দুপুর থেকে ছিলো ভিন্ন রকমের এক চাঁদপুর

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০১৯, ১০:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 গতকাল ৬ জানুয়ারি রোববার, দুপুর ২টা ২০ মিনিট। ঘড়ির কাঁটার এ সময়ে এই প্রতিবেদকের মোবাইলে একটি ম্যাসেজ আসে ‘ইয়েস’। এই একটিমাত্র শব্দের ম্যাসেজের মর্মার্থ বুঝতে কষ্ট হয়নি এ প্রতিবেদকের। অর্থাৎ ডাঃ দীপু মনি মন্ত্রী হয়েছেন। এই ম্যাসেজের ১০ মিনিট পরই বিভিন্ন মাধ্যম থেকে খবর আসতে থাকে ডাঃ দীপু মনি শিক্ষামন্ত্রী হয়েছেন। বিদ্যুতের গতিতে দ্রুত এ খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। মুহূর্তেই চাঁদপুর শহরের চিত্র দেখা গেলো ভিন্নরকম এক আমেজের। সকলের চোখে-মুখে দেখা গেলো খুশির ঝিলিক। ‘আপা মন্ত্রী হয়েছেন, দীপু আপা শিক্ষামন্ত্রী হয়েছেন’ এ দু’টি কথাই মানুষের মুখে মুখে। রাস্তায় দেখা গেছে, পরিচিতজন একে অপরের সাথে হাসিমুখে কোলাকুলি করছেন আর বলছেন ‘দীপু আপা শিক্ষামন্ত্রী হয়েছেন।’ নির্মল এ হাসি আর আনন্দ প্রকাশের ধরনটি ছিলো এমন ‘যেনো প্রতিটি মানুষ তার বিশাল কিছু প্রাপ্তিতে মহাখুশি। এ যেনো তার নিজেরই প্রাপ্তি’।
ডাঃ দীপু মনি শিক্ষামন্ত্রী হওয়ার খবরটি চাঁদপুরে যত দ্রুতবেগে ছড়িয়ে পড়েছে, তত দ্রুততার সাথেই এ প্রতিবেদকের কাছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের ফোন আসতে থাকে। কথা একটাই-‘দীপু আপাকে অভিনন্দন, আমাদের শিক্ষামন্ত্রীকে অভিনন্দন, আমরা শিক্ষক সমাজ গর্বিত’। এভাবেই একের পর এক অভিনন্দন আসতে থাকে। সবমিলিয়ে ডাঃ দীপু মনি মন্ত্রী হয়েছেন এ খবরে গতকাল চাঁদপুর শহরকে দেখা গেলো এক উৎসবের শহরে।

সর্বাধিক পঠিত