• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে ৪৮তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এ বিজয় আমার নয়, এ বিজয় হাজীগঞ্জ-শাহরাস্তিবাসীর : মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০১৯, ১০:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল মঙ্গলবার হাজীগঞ্জে ৪৮তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
    তিনি তাঁর বক্তব্যে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে বিজয় হয়েছে, এ বিজয় আমার নয়, হাজীগঞ্জ-শাহরাস্তিবাসীর বিজয়। আমাকে বিপুল ভোটে আপনারা নির্বাচিত করায় আমি হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলারবাসীর প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঐতিহাসিক বিজয় অর্জন করেছি। প্রধানমন্ত্রী ইতোমধ্যে মন্ত্রিপরিষদ গঠন করেছেন। দেশ ও জাতির উন্নয়নে এবং উন্নত ও সমৃদ্ধশালী দেশ গঠনে যা যা প্রয়োজন, তিনি তাই করবেন।
    তিনি বলেন, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনারা আমাকে চতুর্থবারের মতো ঋণী করেছেন। নৌকার বিজয় হয়েছে। এ বিজয় আমার নয়, আপনাদের। এ বিজয় হাজীগঞ্জ-শাহরাস্তিবাসীর। আপনাদেরকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হাজীগঞ্জ-শাহরাস্তিবাসীর যা প্রয়োজন তা করা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় হাজীগঞ্জ-শাহরাস্তিকে এগিয়ে নিতে চাই।
    হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ অধ্যাপক আবদুর রশিদ মজুমদারের সভাপ্রধানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। আরো বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ি, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু ছাইদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান তালুকদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন রাজাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মিজানুর রহমান ও গীতা পাঠ করেন বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিজয় কৃষ্ণ শীল।
    জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ নূরুল আমিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে গত ৪দিনে অনুষ্ঠিত ৪৩টি ইভেন্টের (৪০টি একক ও ৩টি দলীয়) প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, নেছারাবাদ ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান টুটুলসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
    আরো উপস্থিত ছিলেন বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন, সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন টিটু, বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক, মৈশাইদ পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ এমরান, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোৎ¯œা বেগম, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহপরান, ডাটরা শিবপুর আজিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ সফিকুর রহমানসহ অন্যান্য প্রধান শিক্ষক, সুপার ও সিনিয়র শিক্ষক এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।