• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে মির্জা শিউলি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশ:  ২৫ মার্চ ২০১৯, ১২:২৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মির্জা শিউলি পারবিন মিলি। গতকাল অনুষ্ঠিত নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল কাসেম।
    নির্বাচনে মির্জা শিউলি পারবিন মিলি ২৫ হাজার ৫’শ ২ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী শিউলী আক্তার পেয়েছেন ৯৩১০ ভোট ও প্রজাপতি প্রতীকে মুক্তা আক্তার পেয়েছেন ২ হাজার ৯’শ ২৩ ভোট।
    এছাড়াও কলস প্রতীকে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পারবিন ইসলাম পেয়েছেন ১শ’ ৬ ভোট এবং বৈদ্যুতিক পাখা প্রতীকে খাদিজা বকাউল পেয়েছেন ১শ’ ১০ ভোট। যদিও ভোট গ্রহণের কয়েকদিন পূর্বেই পারবিন ইসলাম ও খাদিজা বকাউল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
    এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন ও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ। যার ফলে ২৪ মার্চ রোববার  শুধু মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ করা হয়। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে প্রাপ্ত ফলাফলের সাথে চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান পদে বিজয়ীদের নামের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে। সেখান থেকে গেজেট প্রকাশ ও শপথের দিনক্ষণ জানানো হবে।

 

সর্বাধিক পঠিত