• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

টেলিকনফারেন্সে শাহরাস্তিতে পাঁচটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম

প্রকাশ:  ০৬ মে ২০১৯, ১৫:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে ৫টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। গতকাল ৫ মে বিকেলে তিনি টেলিকনফারেন্সের মাধ্যমে এসব কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বিকেল সাড়ে ৪টায় তিনি শাহরাস্তি বিয়াম ল্যাবরেটরী স্কুলের হোস্টেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম প্রধানীয়া প্রমুখ। পৌনে ৫টায় তিনি আতাকরা করফুলেননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফরিদ উল্লাহ চৌধুরী।
বিকেল ৫টায় কাইথড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার খাজা মাঈনুদ্দিন। বিকেল সোয়া ৫টায় তিনি কুমিল্লা-চাঁদপুর আরএন্ডএইচ রোড থেকে আলীপুর বটতলা সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন টামটা দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল আলম মানিক।
বিকেল সাড়ে ৫টায় তিনি চিতোষী পূর্ব ইউপি অফিস হতে খেড়িহর বাজার রোড ভায়া কাদরা বাজার সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু।