• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সমৃদ্ধ ফরিদগঞ্জ গড়তে সকল পেশার মানুষকে এগিয়ে আসা উচিত : উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান

প্রকাশ:  ২৭ মে ২০১৯, ১১:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ বার্তা পাঠক ফোরামের উদ্যোগে  ইফতার মাহফিল ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গত শনিবার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে পাঠক ফোরামের সহ-সভাপতি খোরশেদ আলম পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, সমৃদ্ধ ফরিদগঞ্জ গড়তে সকল পেশার মানুষের এগিয়ে আসা উচিত। জনপ্রতিনিধিসহ আমরা যে যেই পেশায় রয়েছি, তারা ফরিদগঞ্জবাসী হিসেবে গর্বিত। গর্বের স্থানটিকে যদি আমরা উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করাতে না পারি, তবে আমাদের জনগণের সামনে দাঁড়ানোর সুযোগ থাকবে না। ফরিদগঞ্জ বার্তার মতো পত্রিকাগুলো আমাদেরকে সংঘবদ্ধ করতে এই ভূমিকা পালন করতে পারে। পত্রিকার পক্ষে কৃতী শিক্ষার্থীদের সংবর্র্ধনা প্রদানকে দৃৃষ্টান্তমূলক আখ্যায়িত করে তিনি বলেন, এটি আমাদেরকে ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে কাজ করার জন্যে উৎসাহিত করবে।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিল্লাল হোসেন সাগরের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহাংগীর আলম শিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, ফরিদগঞ্জ এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি আব্দুর রহমান, ফরিদগঞ্জ বার্তা পাঠক ফোরামের সাধারণ সম্পাদক নূরুল আমিন শাহীন, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহমদ, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মুকবুল আহাম্মদ, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১-এর উপজেলা সাধারণ সম্পাদক এম তবিবুল্লা, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রহমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুধী সমাজের নেতৃবৃৃন্দ। পরে দুপ্রক সদস্য রিয়াজ আহাম্মদ ফরিদী মুনাজাত পরিচালনা করেন। এর আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলার ২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মাঝে  সম্মাননা ও সনদপত্র তুলে দেন।