• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন

হাইমচর সরকারি কলেজে বহুতল ভবন নির্মাণ শিক্ষামন্ত্রীর অবদান : উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী

প্রকাশ:  ০৩ জুলাই ২০১৯, ১০:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধনকালে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন, হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ব্যাপক কাজ করে দিয়েছেন। এ কলেজটি সরকারিকরণে ডাঃ দীপু মনির অবদান অনস্বীকার্য। কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে জনতাবাজার থেকে কলেজ হয়ে আলগী বাজারে যাওয়ার রাস্তাটি প্রশস্ত করার প্রস্তাবনা রয়েছে। রাস্তাটি প্রশস্ত হলে এখানে বাস চলাচল করবে। এখানকার ছেলে-মেয়েদের লেখাপড়ার সুবিধার্থে মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি হাইমচর সরকারি মহাবিদ্যালয়টি বহুতল ভবন করে দিয়েছেন।
গত ১ জুলাই সকাল ১০টায় হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রধান মরিয়ম শাহরিয়ার-এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম ও হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম খান। আরো বক্তব্য রাখেন হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুকলেছুর রহমান মুকুল, ইসলাম শিক্ষা বিভাগের প্রধান এটিএম রুহুল আমিন, পরিসংখ্যান বিভাগের প্রভাষক দুলাল কীত্তনিয়া, একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমী আক্তারসহ হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক।

 

সর্বাধিক পঠিত