• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বঙ্গবন্ধুই কৃষি বিপ্লবের ডাক দিয়েছিলেন : আবু নঈম পাটোয়ারী দুলাল

প্রকাশ:  ০৪ আগস্ট ২০১৯, ০৯:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীন প্রধান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটোয়ারী দুলাল। তিনি বলেন, কৃষকদের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন হওয়ার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই কৃষি বিপ্লবের ডাক দিয়েছিলেন। কৃষকরা হলো আমাদের প্রাণ। তাই কৃষকের চাহিদাগুলো দেখতে হবে কৃষক লীগকে।
বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি ছাত্তার পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি খোরশেদ আলম, শাহরাস্তি উপজেলা কৃষক লীগের আহ্বায়ক জসিম উদ্দিন পাটোয়ারী, মতলব উত্তর  উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, মতলব দক্ষিণ উপজেলা কৃষক লীগের সভাপতি নূর মোহাম্মদ বেপারী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন জেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ হারুন অর রশিদ।

সর্বাধিক পঠিত