• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পবিত্র আখেরি চাহার শোম্বা উপলক্ষে আলোর ছোঁয়া সংগঠনের ওয়াজ মাহফিল

প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৭ | আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পবিত্র আখেরি চাহার শোম্বা উপলক্ষে আলোর ছোঁয়া সামাজিক সংগঠনের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বাদ আছর থেকে চাঁদপুর পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও বিশ্ব বরেণ্য আলেম ড. মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার সালেহী। মাহফিলে সভাপতিত্বে করবেন চাঁদপুর দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও চেয়ারম্যান ঘাটা জামে মসজিদের খতিব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। এছাড়া মাহফিলে বহু ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন।
মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইকে উপস্থিত হওয়ার জন্যে অনুরোধ জানিয়েছেন আলোর ছোঁয়া সামাজিক সংগঠনের সভাপতি মাওলানা মোঃ আব্দুল্লাহ আল মামুন সুফিয়ান ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী।

 

সর্বাধিক পঠিত