• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

টসে জেতাটাই ভুল হয়ে গেছে ভাই

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০১৭, ১৩:৩৪
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জেতাই ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। শুক্রবার ব্লুমফন্টেইন টেস্টের ১ম দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি নিজের হতাশাই তুলে ধরলেন। জানালেন নিজের ব্যর্থতার কথা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে একের পর এক বিতর্কে বিপর্যস্ত বাংলাদেশ দলের ব্যর্থতার দায়ভার গিয়ে চাপছে এই ফরম্যাটে বাংলাদেশের অধিনায়কের কাঁধেই।

আর এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মুশফিক, যার স্পষ্ট ছাপ রয়ে গেলো ব্লুমফন্টেইন টেস্টের প্রথম দিনের খেলা শেষের সংবাদ সম্মেলনে। পচেফস্ট্রুমে সিরিজের প্রথম টেস্টে টস জিতে বোলিং নিয়েছিলেন। সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে রানের পাহাড় গড়ে তুলেছিল প্রোটিয়ারা, যার প্রভাব পড়েছিল বাংলাদেশের ম্যাচ হারা পর্যন্ত।

দ্বিতীয় টেস্টেও মুশফিক নিলেন সেই একই সিদ্ধান্ত। যদিও আগের টেস্টের মতো এই টেস্টে আগে বল করার সিদ্ধান্তকে শতভাগ ভুল আখ্যা দেওয়া যাচ্ছে না। কিন্তু প্রথম দিন শেষে ৪২৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা যে ইতোমধ্যে নিয়ে নিয়েছে ম্যাচের নিয়ন্ত্রণ।  

মুশফিকের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা তাই চলছেই। আর তাই সংবাদ সম্মেলনে মুশফিক হতাশা প্রকাশ করে বলেন, আমার তো মনে হচ্ছে, টসে জেতাটাই ভুল হয়ে গেছে ভাই। শেষ দুইটা ম্যাচে যা হচ্ছে, জীবনে কখনও এমন হয়নি মনে হচ্ছে টস হারলেই ভালো হয়।

বোলারদের এমন পারফরম্যান্স নিয়ে অধিনায়ক বলেন, আমাদের যে বোলিং কোচ তিনি তো আর নিজে বোলিং করতে পারবেন না। তিনি প্রায় প্রতিদিনই নেটে বোলিং করেন। তার একটা বল মিড অন-মিড অফে আমাদের ব্যাটসম্যানরা এখনও খেলতে পারে না। কেউ যদি এটা শিখতে না পারে, সেটা কাজে লাগাতে না পারে, এটা শুধু ব্যর্থতাই বলব।

তিনি বলেন, অনেক বড় সুযোগ ছিল। মুভমেন্ট খুব একটা না থাকলেও অন্তত নতুন বলটা কাজে লাগাতে পারলে দ্রুত ২-৩ উইকেট পেয়ে যেতে পারতাম। তিনি বলেন,  অধিনায়ক হিসেবে চেষ্টা করছি সততার সঙ্গে সব পালন করতে। এ দুই টেস্টে মনে হচ্ছে টস হারলে ভালো হয়। আগে কখনও এটা মনে হয়নি।

তিনি আরও বলেন, এটা হয়তো আমার ব্যক্তিগত ব্যর্থতা। হয়তো দলকে ওভাবে উৎসাহিত করতে পারছি না বা বোলারদের দিকনির্দেশনা দিতে পারছি না। এটা আমার ব্যর্থতা। বোলাররা চেষ্টা করেছে, হয়নি।

বোলারদের এমন পারফরম্যান্স নিয়ে অধিনায়ক বলেন, আমাদের যে বোলিং কোচ তিনি তো আর নিজে বোলিং করতে পারবেন না। তিনি প্রায় প্রতিদিনই নেটে বোলিং করেন। তার একটা বল মিড অন-মিড অফে আমাদের ব্যাটসম্যানরা এখনও খেলতে পারে না। কেউ যদি এটা শিখতে না পারে, সেটা কাজে লাগাতে না পারে, এটা শুধু ব্যর্থতাই বলব।