• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জাদেজার রেস্তোরাঁয় বাসি পচা ও নিম্নমানের খাবার

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৭, ১৬:৪৭
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট

বাজে বোলিংয়ের কারণে বাদ পড়েছেন দল থেকে। এ নিয়ে যখন চরম অস্বস্তিতে টিম ইন্ডিয়ার অন্যতম অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা, তখন তার মালিকানাধীন রেস্তোরাঁয় মিলল বাসি, পচা ও নিম্নমানের খাবার।

শুক্রবার রাজকোটের মিউনিসিপ্যাল করপোরেশন তার ‘জাড্ডুস ফুড ফিল্ড’এ হানা দেয়। সেখানে তারা দেখে অস্বাস্থ্যকর পরিবেশে রয়েছে সবজি, পাউরুটিতে ছিল ছত্রাক। পাশাপাশি রান্নায় নিষিদ্ধ খাদ্য উপাদান আজিনা মোটো ও কৃত্রিম রং মেশানো হয়েছে, এ অভিযোগও ছিল।

এ কারণে জাদেজার রোস্তোরাঁর ৩৫ কেজি খাবার বাজেয়াপ্ত করা হয়। পরে সেগুলো নষ্ট করে ফেলা হয়। এর পর তার রেস্তোরাঁকে দেয়া হয়েছে আইনি নোটিশ।

গত বছরের শেষ দিকেও রেস্তোরাঁ নিয়ে সমস্যায় পড়েছিলেন জাদেজা। অবৈধ নির্মাণের অভিযোগ ওঠে তার রেস্তোরাঁর রান্নাঘরের অংশকে ঘিরে। শেষ পর্যন্ত সেটি ভেঙে দেয়া হয়।

এদিকে রেস্তোরাঁর খাবার নিয়ে এ ঘটনার পর দলে না থাকা জাদেজার অস্বস্তি যে আরও বেড়েছে তা সহজেই বলে দেয়া যায়।

সর্বাধিক পঠিত