• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিসিবির নির্বাচন কমিশন গঠন

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৭, ১৫:১৪
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট

বিসিবির সংশোধনী গঠনতন্ত্র জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অনুমোদনের পরই ক্রীড়া সচিবকে প্রধান করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেন বিসিবি। তবে ক্রীড়া সচিবের প্রধান নির্বাচন কমিশনার হতে আইনি জটিলতা থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন পরিচালনার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোঃ ওমর ফারুখকে প্রধান করে পুনরায় পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার ছাড়া বাকি ৪ সদস্য হলেন মো ইকরামুল হক (ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট) মো শুকুর আলি (পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন, এনএসসি) ব্যারেস্টার ফাহিমুল হক, নিজাম উদ্দিন চৌধুরী সুজন (সিইও, বিসিবি)।

উল্লেখ্য গত ২ অক্টোবর বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সর্বসম্মতভাবে পাস হওয়া ‘বিসিবি গঠনতন্ত্র (সংশোধিত-২০১৭)’ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অনুমোদনের পরেই নির্বাচনমুখী হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সর্বাধিক পঠিত