• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ব্যালন ডি’অরের লড়াইয়েও মেসি-রোনালদো

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৭, ২২:১৯ | আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ২৩:২০
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট

২০১৭ সালের ব্যালন ডি’অর পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁদের সঙ্গে এ তালিকায় আছেন বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়া নেইমারও। গতকাল সোমবার রাতে এ পুরস্কারের জন্য ছয় ভাগে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। তবে এই লড়াইটা যে শেষ পর্যন্ত মেসি-রোনালদোর মধ্যে থাকছে সেটা বলাই যায়। 

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রোনালদো। মৌসুমটা দারুণ কাটেছে মেসিরও। ক্লাব ফুটবল ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। 

বার্সেলোনায় গত মৌসুম খুব একটা খারাপ কাটেনি নেইমারেও। তাই এই পুরস্কারের যোগ্য দাবিদার তিনিও। গত বছর থেকে ব্যালন ডি’অর ফিফা থেকে আলাদা হয়ে এই পুরস্কার দেওয়া শুরু করে। শুধু সাংবাদিকদের ভোটে এই পুরস্কার দেওয়া হবে। 

২০১৭ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকা : নেইমার (পিএসজি), পাওলো দিবালা (ইউভেন্তুস), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), এনগোলো কঁতে (চেলসি), লুইস সুয়ারেস (বার্সেলোনা), সের্হিও রামোস (রিয়াল মাদ্রিদ), ইয়ান ওবলাক (আতলেতিকো মাদ্রিদ), ফিলিপে কৌতিনিয়ো (লিভারপুল), ড্রিস মের্টেন্স (নাপোলি), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), রবের্ত লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ), দাভিদ দে হেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার), এদিন জেকো (রোমা), অঁতোয়ান গ্রিজমান (আতলেতিকো মাদ্রিদ), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), জানলুইজি বুফ্ফন (ইউভেন্তুস), সাদিও মানে (লিভারপুল), রাদামেল ফালকাও (মোনাকো), লিওনেল মেসি (বার্সেলোনা), পিয়েরে-এমেরিক আউবামেয়াং (বরুসিয়া ডর্টমুন্ড), এদিনসন কাভানি (পিএসজি), মাটস হুমেলস (বায়ার্ন মিউনিখ), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), ক্রিস্তিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ), এডেন হ্যাজার্ড (চেলসি), লিওনার্দো বোনুচ্চি (এসি মিলান), ইসকো (রিয়াল মাদ্রিদ), কিলিয়ান এমবাপে (পিএসজি)।

সর্বাধিক পঠিত