• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মেসির সঙ্গে তুলনা করায় এবার যা বললেন এমবাপ্পে

প্রকাশ:  ২১ জুলাই ২০১৮, ১৪:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কিছুদিন আগেই শেষ হয়েছে রাশিয়া বিশ্বকাপ আসরের। এবারের আসরটিতে দারুণ পারফর্ম করে সবার নজরে এসেছেন চ্যাম্পিয়ন ফ্রান্সের ১৯ বছর বয়সী তারকা কিলিয়ান এমবাপ্পে। এবারের আসরটিতে মোট চারটি গোল করেছেন এমবাপ্পে। যার ফলে বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার উঠেছে তার হাতে।

এছাড়াও আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল ও ফাইনালে গোলের দেখা পেয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। গতির ঝলক দেখিয়ে বিশ্বকাপে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে দারুণ অবদান রেখেছেন তিনি।

দলের সেরা খেলোয়াড়ও তিনি। ১৯ বছর বয়সেই পেলেন ফ্রান্সের ১০ নাম্বার জার্সি। যেই জার্সি পড়ে মাঠ মাতাতেন কিংবদন্তি জিনেদিন জিদান। আর সেই জার্সির সম্মান রেখেছেন এমবাপ্পে। দেশকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ট্রফি এনে দিয়েছেন তিনি।

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে এমবাপ্পের গতির কাছেই হারতে হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। যার ফলে অনেকেই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সঙ্গে তুলনা করছে তার। কিন্তু মেসির সঙ্গে তুলনায় নারাজ হয়েছে এমবাপ্পে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘উদাহরণ দেয়ার জন্য হলেও আমাকে মেসির সাথে তুলনা করবেন না। আমি সেরা কিন্তু মেসি বিশ্বসেরা। সে সবসময়ের জন্য সেরা। আমি কঠোর পরিশ্রম করে মেসি-রোনালদোর মতো হতে চাই। এবং আমি এখনো কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’

সর্বাধিক পঠিত