• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অবসর বিতর্কে মুখ খুললেন ধোনি

প্রকাশ:  ০৮ আগস্ট ২০১৮, ০৯:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ওয়ান ডে ক্রিকেট থেকে তাঁর অবসর নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ ২০০৪ সালে ভারতীয় ক্রিকেটে পা রেখেছিলেন৷ তারপর এক দশকের বেশি সময় ধরে ভারতীয় ক্রিকেটের মুকুটে একের পর এক পালক যোগ করেছেন৷ ২০০৭, প্রথম টি-২০ বিশ্বকাপ জয়৷ ২৮ বছর পর ২০১১ সালে ভারতবাসীকে বিশ্বকাপের স্বাদ পাইয়েছেন মহেন্দ্র সিং ধোনি৷ ‘ক্যাপ্টেন কুল’, ‘বেস্ট ফিনিশার’ এরকম একাধিক বিশেষণ নিজের নামের পাশে জুড়েছেন ধোনি৷

লিডস স্টেডিয়ামে সদ্য সমাপ্ত ভারত বনাম ইংল্যান্ড ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ হারার পর মাঠ ছাড়ার সময় আম্পায়ারের কাছ থেকে ম্যাচের বলটি চেয়ে নিয়েছিলেন ধোনি৷ আর এতেই জল্পনা শুরু হয়েছিল ক্রিকেটমহলে৷ তাহলে কী এবার সবধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ‘মিস্টার কুল’! ওয়ান ডে সফর শেষে ভারতে ফিরে এসে ‘বল চাওয়া’ নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ জানালেন অবসর নয় বলে কেন সুইং হচ্ছে না সেটা জানতেই ম্যাচ শেষে আম্পায়ারের কাছ থেকে বল চেয়ে নেন৷

এর আগে ২৬ ডিসেম্বর ২০১৪ মেলবোর্ন টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩৯ বলে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলে টেস্ট ড্র করেন ধোনি৷ মাঠ ছাড়ার সময় সংগ্রহ করে নেন স্টাম্পগুলি৷ তারপরই হঠাৎ ঘোষণা করলেন তিনি আর টেস্ট খেলবেন না৷ না আগের থেকে কোনও ঘোষণা, না কোনও বিদায় অনুষ্ঠান, হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি৷ ক্রিকেট বিশ্ব কোনও ক্রিকেট কিংবদন্তির এত সাদামাটা বিদায় দেখেনি৷ কিন্তু তিনি ধোনি, সবাইকে অবাক করেই টেস্ট ক্রিকেট থেকে সরে গিয়েছিলেন৷ তাই ধোনির বল চাওয়া দেখে অনেকেই ভেবেছিলেন অবসর নিচ্ছেন ধোনি৷

অবসরের ভাবনা উড়িয়ে দিয়ে ধোনি জানান, ‘আমরা সিরিজ হারের পরও পুরো ব্যাপারটা বুঝে নিতে চেয়েছিলাম৷ বলটা আম্পায়ারের কাছ থেকে চেয়েছিলাম কারণ বলে রিভার্স সুইং হচ্ছিল না৷ কী কারণে সুইং হচ্ছিল না সেটা জানার জন্য বলটা আমাদের বোলিং কোচ ভারত অরুণকে দেখাতে চেয়েছিলাম৷’

লর্ডসে ৩৩ রান করার মুহূর্তেই ওয়ান ডে তে ১০,০০০ রানের মাইল স্টোন স্পর্শ করেন ধোনি৷ ধোনির আগে যে তিনজন ভারতীয় ব্যাটসম্যান ১০০০০ রানের মাইলস্টোন ছুঁয়েছেন তাঁরা হলেন, শচিন টেন্ডুলকার(১৮, ৪২৬ রান ওয়ান ডে , ম্যাচ-৪৬৩), সৌরভ গঙ্গোপাধ্যায়(১১,৩৬৩ রান, ওয়ান ডে, ম্যাচ-৩১১) রাহুল দ্রাবিড়(১০, ৮৮৯ রান, ওয়ান ডে, ম্যাচ-৩৪৪)৷ বিশ্বের ১২ নম্বর ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়েন ‘মিস্টার কুল’৷

ধোনির আগে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড একমাত্র ছিল শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সঙ্গাকারার৷ ওয়ান ডে-র মোট ৪০৪ ম্যাচে ১৪,২৩৪ রানের রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার উইকেট কিপার ব্যাটসম্যানের৷ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সঙ্গাকারার পরেই থাকলেন ধোনি৷ ২০১৭ সালের জুলাই মাসে অ্যাডাম গিলক্রিস্টকে(ওয়ান ডে ৯,৪১০ রান)টপকে যান প্রাক্তন ভারত অধিনায়ক৷

সর্বাধিক পঠিত