• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সদর উপজেলায় ৪৭তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিদ্যালয়ে ধনীর দুলাল ও গরিবের সন্তান ভেদাভেদ থাকবে না : সদর ইউএনও কানিজ ফাতেমা পিএএ

প্রকাশ:  ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

৪৭তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত তিন দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা চাঁদপুর আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। গতকাল ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় মেয়েদের ফুটবল ফাইনাল খেলার মধ্য দিয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। ফাইনালে অংশ নেয় হামানকর্দ্দি উচ্চ বিদ্যালয় বনাম লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়। এতে হামানকর্দ্দি উবি লেডি প্রতিমা মিত্র উবিকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সাইফুল হক।
    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা পিএএ। তিনি বলেন, বিদ্যালয়ে ধনীর দুলাল ও গরিবের সন্তান কোনো ভেদাভেদ থাকবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন রয়েছে। যে কোনো প্রতিভা তোমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে। তোমরা যে যেই অবস্থানে প্রতিভার সাক্ষর রাখছো, সেই প্রতিভাই তোমাদের সামনে নিয়ে যাবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান অ্যাডঃ মোঃ শাহাজহান মিয়া। বক্তব্য রাখেন সফরমালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম।
    উপস্থিত ছিলেন কামরাঙ্গা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন, রামপুর আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবু জাফর মোঃ মাঈনুদ্দিন, বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ আব্দুল মান্নান, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উবির প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষ, আমিরাবাদ উবির প্রধান শিক্ষক তাবারুকুল্লাহ, সেনগাঁও বালিকা উবির প্রধান শিক্ষক মোঃ আঃ আজিজ, ছোটসুন্দর উবির প্রধান শিক্ষক মোঃ হারুন, সফরমালী উবির প্রধান শিক্ষক আবুল কাশেম, নূরিয়া পাইলট উবির প্রধান শিক্ষক আবু তাহের তফাদার, মহামায়া হানাফিয়া উবির প্রধান শিক্ষক খোরশেদ আলম, মৈশাদী বালিকা উবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল আলম, পল্লীমঙ্গল উবির সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির প্রধান শিক্ষক হুমায়ুন কবীর তালুকদার, পূর্ব চান্দ্রা ইয়াকুব আলী উবির প্রধান শিক্ষক আওলাদ হোসেন, বালিয়া আদর্শ উবির প্রধান শিক্ষক মোঃ আঃ মালেক বেপারী প্রমুখ।
    আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা পিএএ।

 

সর্বাধিক পঠিত