• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সংবাদ সম্মেলনে যা বললেন মাশরাফি

প্রকাশ:  ০৮ জুন ২০১৯, ০১:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ইংল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। সেই ম্যাচের আগেই শুক্রবার এক সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি জানালেন বাংলাদেশ দলের কথা।

এই সংবাদ সম্মেলনে মাশরাফি বললেন, ‘হারলেই আপনাদের সকল প্রশ্ন চলে আসে। হারলে আসলে কোনটা রক্ষণ কোনটা আক্রমণ আমি জানি না। আপনারা বিশ্লেষণ তো কম করেন না, কাকে কোথায় অ্যাটাক করতে হয় সেটাও আপনারা ভালো বুঝেন। 
হারলেই আপনারা প্রশ্ন বদলে ফেলেন। আমার কাছে মাঝেমাঝে (বোধগম্য না), মনে হয় আপনারা এভাবেই (প্রশ্ন বদল) করেন কিনা। আমি নিশ্চিত না এই ব্যাপারে।’

মাশরাফি আরো বলেন, ‘হ্যা আমি এটা মেনে নিচ্ছি। আর হ্যাঁ রক্ষণাত্মক কোথাও ছিল না। যাকে আক্রমণ করার দরকার করা হয়েছে। দিনশেষে কিন্তু বোলারের বিষয় (ফিল্ডিং পজিশন)। বোলার কি চায়। পরিস্থিতির ওপরও নির্ভর করে। সব কিছু মাথায় রেখে ফিল্ডিং সাজিয়েছি।

উইলিয়ামসন বলেন বা টেইলর বলেন ওদের কথা মাথায় রেখে সাজাতে হয়। তো আমরা আমাদের সেরা চেষ্টা করেছি। সব সময় ওপরে (ফিল্ডার) রেখে বোলিং করেছি। কাজেই শুধু ফলের দিকে না তাকিয়ে কথা বললে ভালো হয়।

সর্বাধিক পঠিত