• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
  • ||
  • আর্কাইভ

নাটকীয় প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আলকারেজ

প্রকাশ:  ০৭ জুলাই ২০২৫, ২২:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

উইম্বলডনে শেষ আটে জায়গা করে নিয়েছেন কার্লোস আলকারেজ। রাশিয়ার ১৪তম বাছাই আন্দ্রেই রুবলেভের বিপক্ষে প্রথম সেট হারলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন এই স্প্যানিশ তারকা। এতে টানা তৃতীয় শিরোপা জয়ের পথেই আছেন তিনি।
ম্যাচের শুরুতে টাইব্রেকারে ৬-৭ (৫-৭) গেমে পিছিয়ে পড়েন আলকারেজ। তবে এরপরই নিজের ছন্দে ফেরেন। পরের তিনটি সেট জিতেছেন ৬-৩, ৬-৪ ও ৬-৪ গেমে। শেষ আটে তার প্রতিপক্ষ ইংলিশ তারকা ক্যামেরন নরি।
ম্যাচ শেষে আলকারেজ বলেন, 'রুবলেভের বিপক্ষে আমি খুব বুদ্ধিমত্তার সঙ্গে খেলেছি। ওর বিপক্ষে খেলা কখনোই সহজ নয়।'
তিনি আরও বলেন, 'টেনিস এমন খেলা যেখানে একটা পয়েন্টেই সব বদলে যেতে পারে। তাই আমি সবসময় দৃঢ় থাকার চেষ্টা করি। জানতাম, ধৈর্য ধরে খেললে ফল আসবেই।'

 

সর্বাধিক পঠিত