• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ব্যাটারিচালিত অবৈধ যানবাহন চলাচল বন্ধে যৌথ অভিযান

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০১৭, ১৬:৩৬
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট

যানজট নিরসন ও অবৈধ যানবাহন চলাচল বন্ধে বগুড়ায় ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইকের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। অভিযানের প্রথম দিনে বেশকিছু ব্যাটারিচালিত রিক্সা আটক করে বুল ডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। 

বুধবার দুপুরে জেলা ও পুলিশ প্রশাসন এবং পৌরসভা যৌথভাবে এই অভিযান চালায়। শহরের কেন্দ্রস্থল সাতমাথায় বিপুল পুলিশের উপস্থিতিতে অভিযান শুরু হয়। 

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলী মুন রাজীব, বগুড়া পৌরসভার মেয়র এ্যাডভোকেট মাহবুবুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল মন্ডল সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ব্যাটারিচালিত রিক্সা আটকের পর অনেক চালক কেদেঁ ফেলেন ও ক্ষোভ প্রকাশ করেন। অভিযানে ১৭টি ব্যাটারিচালিত রিক্সা আটক করে পৌরকর্তৃপক্ষ তা ধ্বংস করে। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, বগুড়া আরটিসি’র (আঞ্চলিক পরিবহন কমিটি) সিদ্ধান্ত অনুযায়ী রেজিস্ট্রেশনবিহীন সিএনজিসহ সকল প্রকার অবৈধ যানবাহনের বিরুদ্ধে এই অভিযান চলবে। 

পুলিশ জানিয়েছে, যারা অবৈধ যানবাহন তৈরি ও বিক্রি করছে তাদের বিরুদ্ধেও অভিযান চালান হবে।
এসএম

সর্বাধিক পঠিত