• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কুলাউড়ায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে অডিটোরিয়াম

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০১৭, ২১:০১
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট

মৌলভীবাজার জেলা পরিষদ বাস্তবায়নাধীন কুলাউড়া উপজেলায় ৫০০ আসন বিশিষ্ট কাম মাল্টিপারপাস অডিটরিয়াম হলের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার উপজেলা অডিটোরিয়াম হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান। কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো. গোলাম রাব্বীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া থানার অফিসার্স ইনচার্জ শামীম মূসা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজওয়ানা হক সুমি, জেলা পরিষদের সদস্য সেলিম আহমদ, সংরক্ষিত সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, বরমচাল ইউপি চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান, সাবেক ইউপি চেয়ারম্যান মুকিম উদ্দিন আহমদ ও উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক গৌরা দে, কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি সুশীল সেনগুপ্ত, বর্তমান সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ্।

উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ৫০০ আসন বিশিষ্ট কুলাউড়া উপজেলা অডিটোরিয়াম নির্মাণে ব্যয় হবে ৬ কোটি ৮৬ লক্ষ ৮৫ হাজার টাকা। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে কাজ শেষ হবে বলেও জানা গেছে। 

এদিকে অত্যাধুনিক মূল হলরুম ছাড়াও নীচ তলায় ১টি মহিলা, ১টি পুরুষ ও ১টি রিহার্সেল কক্ষ থাকবে। ২য় তলায় ১টি সেমিনার কক্ষ থাকবে। তাছাড়া হলরুমসহ সকল কক্ষে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) থাকবে বলেও সূত্র জানায়।