• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

গোদাগাড়ীতে ৫ কেজি হেরোইনসহ আটক ১

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ০০:৩২
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রিন্ট

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৫ কেজি হেরোইনসহ সাজেমান (৩৭) নামের এক মাদক সম্রাটকে আটক করেছে র‌্যাব-৫ এর একটি দল। র‌্যাব-৫ সিপিসি চাঁপাইনবাবগঞ্জের একটি দল রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে সারাংপুর নতুন পাড়া গ্রামের নদীর ধারে অভিযান চালিয়ে ৫ কেজি হেরোইন একটি মোবাইল ফোন উদ্ধার ও তাকে আটক করে। 

সাজেমান চাঁপাইনবাবগঞ্জ জেলার হাকিমপুর গ্রামের আলউদ্দীর ছেলে। উদ্ধারকৃত হেরোইনের মূল প্রায় ৫ কোটি টাকা বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, সাজেমান দীর্ঘদিন ধরে  ভারত ও বাংলাদেশের যোগসূত্রে মাদক ব্যবসা করে আসছিলো। রোববার বিকেলে  গোদাগাড়ী সারাংপুর হতে বাইরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযান পরিচালনা কোম্পানীর কান্ডার অতিরক্তি পুলিশ সুপার সাকিবুল ইসলাম খানের নেতৃত্বে হাতেনাতে তাকে আটক করা হয়।