• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

‘ছিনতাই’ মামলায় আ. লীগ নেতা আটক

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ১৬:৫৬
চাঁদপুর প্রতিনিধি
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান কাঞ্চন পাটওয়ারীকে (৪৫) আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। সোমবার ভোরে তার নিজ গ্রাম রামপুর পাটওয়ারী বাড়িতে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর ভোর সোয়া ৬টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের গোগরা ব্রীজ সংলগ্ন এলাকায় দিয়ে হাজীগঞ্জ পৌরসভার মুকিবমাদ এলাকার মাহমুদ হাছান নামে এক ব্যক্তির গতিরোধ করে অভিযুক্ত কাঞ্চন ও তার সহযোগিরা। হাছানকে আটকিয়ে তারা বেদম মাধরধ করে আহত করে। এসময় হাছানের সাথে থাকা ১৬ লাখ টাকা মূল্য মানের ডলার, রিয়াল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় ঐ আওয়ীমী লীগ নেতা।

মাহমুদুল হাসান কয়েকদিন চিকিৎসা নিয়ে সুস্থ্য হওয়ার পর গত ৬ অক্টোবর চাঁদপুর মডেল থানায় কাঞ্চন পাটওয়ারীকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। মামলা নং-১০/১৭
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লাহ অলি বিষয়টি নিশ্চিত করে শীর্ষনিউজকে জানান, ছিনতাইয়ের অভিযোগে কাঞ্চন পাটওয়ারীকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের সুবিধার্থে বাকী সহযোগিদের নাম আপাতত বলা যাচ্ছে না।