• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

গাজীপুরে প্রেমের অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ১৭:৩৯
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট

গাজীপুরের কালীগঞ্জে প্রেমিকের সাথে অভিমান করে বিষপানের পর সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এঘটনায় নিহতের বাবা কালীগঞ্জ থানায় অপমৃত্যু মামলা (নং ২৩) করেছেন। 

নিহত তন্বি কস্তা (১৬) উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী গ্রামের অনিল কস্তার মেয়ে। সে ওই ইউনিয়নের বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়তো। 

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলাল উদ্দিন জানান, একই ইউনিয়নের জয়নমবের এলাকার সিমান্ত’র (২২) সাথে সম্পর্ক ছিল তন্বির। ঘটনার আগে তার সঙ্গে মোবাইলে আধা ঘন্টা কথা হয়। এর কিছুক্ষণ পর ইঁদুর মারার ঔষধ (কিটনাশক) খায় ওই স্কুলছাত্রী। পরে যন্ত্রনায় ছটফট করতে থাকলে বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পরামর্শ দেন জরুরী বিভাগের চিকিৎসক মীর মোহাম্মদ মহিউদ্দিন। পরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। 

তিনি আরো জানান, নিহতের বাবার আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্থান্তর করা হয়েছে।