• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ব্যবসায়ী ইউসুফ শেখের দাফন সম্পন্ন

প্রকাশ:  ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর শহরের পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম হাজী মোঃ ইদ্রিছ শেখ ওরফে ঘড়ি হাজীর ছেলে অনেকের পরিচিত মুখ আলহাজ¦ মোঃ ইউসুফ শেখ আর বেঁচে নেই। তিনি গত ১৭ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ৫ মেয়ে, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
    এদিন বাদ মাগরিব পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার অগণিত ধর্মপ্রাণ মুসল্লি মরহুমের জানাজায় শরীক হন। জানাজার নামাজে ইমামতি করেন মুফতি মাওঃ মাহবুব। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে জানাজা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুরাণবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আঃ হামিদ মাস্টার, খতিব মুফতি ইব্রাহিম খলিল, মরহুমের জ্যেষ্ঠপুত্র আলহাজ¦ মোঃ ঊষা শেখ প্রমুখ। পরে মধ্যশ্রীরামদী মোহাম্মদীয়া মাদ্রাসা ও মসজিদ কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
    উল্লেখ্য, মরহুম ইউসুফ শেখ হলেন নিতাইগঞ্জের ব্যবসায়ী ও ইসলামিয়া ওয়াচের পরিচালক মোঃ ঊষা শেখ, ভাই ভাই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য শেখ বাদশা হোসেন নূহু, ইতালি প্রবাসী নাঈম শেখ, জেলা যুবলীগ নেতা হামজালা শেখ ও ব্যবসায়ী জুবায়ের শেখের পিতা।