• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ:  ০৫ নভেম্বর ২০১৮, ১০:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে রেজিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ওই উপজেলার উত্তর চরবোয়ালী গ্রামের বরকন্দাজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া আক্তার ওই বাড়ির সফিকুল ইসলামের মেয়ে। 
শিশুর জ্যাঠাতো ভাই আব্দুল মান্নান জানান, বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে পরিবারের লোকজন নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। এসময় শিশুটি অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে পুকুরে ভাসমান অবস্থায়  দেখতে পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।