• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে সওজের খালে অজ্ঞাত শিশুর লাশ

প্রকাশ:  ০৯ জুলাই ২০২০, ১২:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা বাজারের পাশে সওজের খাল থেকে অজ্ঞাত শিশুর (৭ মাস) লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুটিকে উপুড় হয়ে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। শিশুটির শরীরের অধিকাংশ অংশে পোকা ধরে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা চাঁদপুর কণ্ঠকে জানিয়েছে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জাহাঙ্গীর আলম পাটোয়ারী জানান, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা বাজারের পূর্ব অংশে খলাপাড়া গ্রামের সওজের উত্তর পাশের অংশের খালে অজ্ঞাত শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা। এ সময় লাশটি পানির মধ্যে উপুড় হয়ে ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয়। শিশুটির গায়ে ধূসর রংয়ের একটি সেন্ডু গেঞ্জি রয়েছে।

 


স্থানীয়রা ধারণা করছেন, শিশুটি কোনো না কোনো নারীর অবৈধ মেলামেশার ফল। তাই হয়তো ভূমিষ্ট হওয়ার পরেই গোপনে খালে ফেলে দেয়া হয়েছে। তবে যেহেতু লাশটি ফুলে ফেঁপে গেছে, সেহেতু ক'দিন আগে পানিতে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, লাশ উদ্ধারের জন্যে উপ-পরিদর্শক রবিউল আলমকে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার শেষে ময়না তদন্তের জন্যে পাঠানো হবে। তবে ধারণা করা হচ্ছে, শিশুটি অসময়ে ভূমিষ্ট হওয়া গর্ভজাত কোনো শিশু হবে হয়তো। তারপরে আমরা শিশুটির অভিভাবককে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাবো।

সর্বাধিক পঠিত