• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন অফিস উদ্বোধন

প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩
মুহাম্মদ বাদশা ভূঁইয়া
প্রিন্ট

চাঁদপুরে জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) বাদ মাগরিব শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের চতুর্থ তলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ফোরামের কার্যক্রমের নতুন অধ্যায়ের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মোঃ মহসিন উদ্দিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা একটি পবিত্র পেশা। এই পেশার মাধ্যমে দেশের কল্যাণ ও মানুষের অধিকার তুলে ধরা যায়। আবার অন্যায়-অপরাধের চিত্রও সমাজের সামনে আনা সম্ভব। তবে সংবাদ মাধ্যমে যদি মিথ্যা তথ্য প্রচারিত হয়, তা কখনোই মানুষের কল্যাণে আসবে না। সাংবাদিকদের সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার প্রতি অটল থাকতে হবে।

ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মহসিন উদ্দিন ও জেলা পুলিশ সুপার মোঃ রকিব উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর টেলিভিশন ফোরামের সভাপতি মোঃ রিয়াজ ফেরদৌস। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সেক্রেটারি মোঃ কাদের পলাশ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহাজান মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ রহিম বাদশা, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মোঃ শাহাজান খান এবং দৈনিক খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সোহেল রুশদি।
এ সময় জেলার বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সংবাদকর্মীরা উপস্থিত থেকে নতুন অফিস উদ্বোধনের আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করেন।
নতুন অফিস উদ্বোধনের মধ্য দিয়ে চাঁদপুরের টেলিভিশন সাংবাদিকরা আরও সুসংগঠিত ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে পারবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সর্বাধিক পঠিত