• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জামতলা এলাকায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ:  ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০১:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের জামতলা এলাকায় পানিতে ডুবে মোঃ ইছহাক হোসেন নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জামতলা আবাসিক এলাকার পুকুরে এ ঘটনা ঘটে। ইছহাক হোসেন ওই এলাকার মোঃ নয়ন মিয়ার ছেলে।
    শিশুর নানী পেয়ারা বেগম জানান, সকাল আনুমানিক ১১টার দিকে পরিবারের লোকজন নিজ নিজ কাজে ব্যস্ত ছিলো। এ সময় ইছহাক অন্য শিশুদের সাথে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। তাকে অনেক খুঁজে কোথাও পাওয়া যায়নি। পরবর্তীতে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায়। সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক এএইচ সুজাউদ্দৌলা রুবেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
   

সর্বাধিক পঠিত