চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ৭ পদে ৪৮ জনের চাকরির সুযোগ
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় লোকবল নিয়োগের জন্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিসূত্রে জানা যায়, ৭টি পদে মোট ৪৮ জনকে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ দেয়া হবে।
গতকাল মঙ্গলবার থেকেই পদগুলোর জন্যে আবেদন করা শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
জানা যায়, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৯ জন, নাজির কাম ক্যাশিয়ার পদে ৬ জন, সার্টিফিকেট পেশকার পদে ৬ জন, সার্টিফিকেট সহকারী পদে ৬ জন, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদে ৬ জন, কার্যসহকারী পদে ১ জন এবং অফিস সহায়ক পদে ২৩ জনকে নিয়োগ দিবে হবে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়।
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের পৃথক যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা রয়েছে। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।