• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বর্ণাঢ্য আয়োজনে ঢাকা ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশ:  ০৬ জুলাই ২০২২, ১২:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সাফল্য আর অগ্রযাত্রার সাতাশ বছরের পথ অতিক্রম করেছে ঢাকা ব্যাংক লিমিটেড। এ আনন্দঘন উপলক্ষ সামনে রেখে সারাদেশের ন্যায় চাঁদপুরেও ঢাকা ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
৫ জুলাই মঙ্গলবার বিকেলে ঢাকা ব্যাংক চাঁদপুর কার্যালয়ে কেক কেটে গ্রাহক ও সুধীজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ব্যাংকের কর্মকর্তাগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান ঢাকা ব্যাংক লিমিটেড চাঁদপুর শাখার ম্যানেজার রিম্পল চৌধুরী।
কেক কাটা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, বিশিষ্ট ব্যবসায়ী নেপাল চন্দ্র সাহা, চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি রোটাঃ আব্দ্লু বারী জমাদার মানিক, রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটাঃ মাকসুদুর রহমান, জেলা ফার্মাসিস্ট সমিতির সাধারণ সম্পাদক কবির হোসেন, ব্যবসায়ী দিলদার হোসাইন, সুব্রত মজুমদার, সত্যজিৎ কর সোহাগ, এসএন্ডডি সুইট হোম ডেভেলপার লিঃ-এর চেয়ারম্যান মোঃ লতিফ তপাদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঢাকা ব্যাংক লিমিটেড চাঁদপুর শাখার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিসার রানা কুমার সাহা, সামিনুর বিন আলতাফ, অফিসার রফিকুল ইসলাম, মাহমুদুর রহমান মান্নাসহ সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।

 

সর্বাধিক পঠিত