• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে মেঘনার পানি জোয়ারে অস্বাভাবিক বৃদ্ধি, নিম্মাঞ্চল প্লাবিত

প্রকাশ:  ১৬ জুলাই ২০২২, ০৮:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পূর্ণিমা জোঁ প্রভাবে চাঁদপুরে মেঘনার পানি জোয়ারে অস্বাভাবিক বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে এখনো বিপদসীমা অতিক্রম করেনি বলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়।শুক্রবার বৈকালিন জোয়ারে মেঘনার পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পানি উন্নয়ন বোর্ড সূত্রের সর্বশেষ তথ্যানুযায়ী মেঘনার নদীর পানি ৪.০০ সেন্টিমিটার ডেঞ্জার লেভেল হলেও বিপত্সীমা ৩ দশমিক ৯৬ সেন্টিমিটার দিয়ে বর্তমানে প্রবাহিত হচ্ছে। বিপদ সীমা ছুঁই ছুঁই করছে।

গত দুইদিন যাবত জোয়ারে মেঘনা,ধনাগোদা ও ডাকাতিয়া। চাঁদপুরের এ তিন নদীর পানি বৃদ্ধির সময় নদী তীরের জনপদ, চরাঞ্চল দুই থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে যায়। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অধিকাংশ স্থানের গ্রামবাসী পানিবন্দি হয়ে পড়েছেন। হাজার হাজার একর ফসলি জমিও পানির নিচে রয়েছে। খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।

এদিকে জোয়ারের সময় চাঁদপুর শরীয়তপুর ফেরি ঘাটের গ্যাং ওয়ে নিমজ্জিত হয়ে পড়ছে। পাশাপাশি চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরান বাজার রনাগোয়াল এলাকার পরিস্থিতি বিপদজনক।মুক্তিযোদ্ধা প্রয়াত নুর মোহাম্মদ বকাউলের বাড়ির দক্ষিণ পাশ দিয়ে বাঁধ ডুবে ওইস্থানের মাটির অংশ তলিয়ে যায় বলে স্থানিয়রা জানিয়েছে।

সর্বাধিক পঠিত