• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কে হচ্ছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি?

প্রকাশ:  ০৫ ডিসেম্বর ২০২২, ১১:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পরীক্ষিত দুই আদর্শিক নেতাই শেষ পর্যন্ত একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে গেলেন! দুজনই ছিলেন একে অপরের পরিপূরক। শেষ পর্যন্ত সে দুজনই একই পদের প্রার্থী। এই দুই নেতা হচ্ছেন নূরুল ইসলাম নাজিম দেওয়ান ও আলী এরশ্বাদ মিয়াজী। দুজনই সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী। যা আজকের সম্মেলনের সবচেয়ে আকর্ষণীয় ও আলোচিত বিষয়। দুজনই দলের কাছে যেমন পরীক্ষিত, বিশ্বস্ত ; তেমনি নেতা-কর্মীদের মাঝেও রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। এই দুজন দীর্ঘ বছর সদর উপজেলা আওয়ামী লীগে নেতৃত্ব দিয়ে আসছেন। নাজিম দেওয়ান সভাপতি, আর আলী এরশ^াদ মিয়াজী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। 
নাজিম দেওয়ানের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। যিনি তৃণমূল থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসছেন একাধিকবার। ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং বর্তমানে চেয়ারম্যান। আর আলী এরশ^াদ মিয়াজীর নেতা-কর্মীদের কাছে অত্যন্ত প্রিয়ভাজন নেতা হিসেবে রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। নাজিম দেওয়ান একজন চৌকস নেতা হিসেবে রয়েছে দলে সুদৃঢ় অবস্থান। আর আলী এরশ্বাদ মিয়াজীর রয়েছে তৃণমূলের সাথে নিবিড় সম্পর্ক। নাজিম দেওয়ান পারিবারিকভাবেই আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। তাঁর বাবাও ছিলেন দীর্ঘ সময়ের জনপ্রতিনিধি। সেই রাজনৈতিক এবং জনসেবক পরিবারের বংশ পরম্পরায় নাজিম দেওয়ান রাজনীতি এবং জনপ্রতিনিধি হিসেবে সুপরিচিত। পাশাপাশি আলী এরশ্বাদ মিয়াজীর ব্যক্তিগত, রাজনৈতিক এবং সামাজিক ক্যারিয়ারের প্রোফাইলের ওজনও কম নয়। আওয়ামী রাজনীতিতে তৃণমূলে তাঁর অবস্থান যেমনি রয়েছে সুসংহত, তেমনি সামাজিক কাজেও তাঁর রয়েছে ব্যাপক পরিচিতি। তিনি সমবায়ের একজন দক্ষ সংগঠক হিসেবে বেশ পরিচিত। দলের দাপ্তরিক কাজের বিবেচনায় আলী এরশ্বাদ মিয়াজী শতভাগ পারফেক্ট একজন নেতা। জাতিরও বীর সন্তানও তিনি। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।
তাই আজকের সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মুখে আলোচনা একটাই- কে হচ্ছেন সভাপতি? নাজিম দেওয়ান নাকি আলী এরশ্বাদ মিয়াজী?

সর্বাধিক পঠিত