• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ

প্রকাশ:  ১৪ এপ্রিল ২০২৩, ১৪:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আজ থেকে বাংলা নতুন বছর শুরু। ১৪৩০ বঙ্গাব্দের আজ প্রথমদিন তথা পহেলা বৈশাখ। বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ। নববর্ষের প্রথমদিনে বাংলার সবকিছু যেনো সাজে নতুন সাজে। এদিনকে সামনে রেখে গ্রামগঞ্জ আর শহরের ফুটপাত থেকে শুরু করে অলি-গলির দোকান ও বিপণীবিতানে থাকে কেনাকাটায় উপচেপড়া ভিড়। বাহারি রঙের বৈশাখী পোশাক বিক্রির ধুম পড়ে। অনলাইনেও জমে ওঠে বেচাকেনা। বৈশাখকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য বড় পরিসরে ছড়িয়ে থাকে দেশজুড়ে। এবার বৈশাখের কেনাকাটার সাথে যোগ হয়েছে ঈদের কেনাকাটা। তাই মার্কেট ও বিপণীবিতানে তিল ধারণের ঠাঁই নেই। সারাদেশের ন্যায় চাঁদপুরেও পহেলা বৈশাখে শুভ হালখাতা খোলা হয়। কয়েক কোটি টাকার বিভিন্ন পণ্য বেচাকেনা হয়। এবার রমজান মাস হওয়ায় পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে উদ্যাপন হলেও তেমন কোনো জৌলুশ দেখা যাচ্ছে না। রমজানের ভাবগাম্ভীর্যকে রক্ষা করে ধর্মীয় অনুভূতিকে প্রাধান্য দিয়ে পহেলা বৈশাখকে বরণ করে নেয়ার প্রস্তুতি নিয়েছে বাঙালি। চাঁদপুরেও এর ব্যতিক্রম নয়।
আজকের কর্মসূচি : আজ ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সকাল সাড়ে ৮টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রা শহরের প্রধান ক’টি সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের পেছনে ডাকাতিয়ার তীরের মাঠে গিয়ে শেষ হবে। সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দুপুর ১২টার মধ্যে নববর্ষ উদ্যাপনের অনুষ্ঠান শেষ হবে। শোভাযাত্রায় বাঙালি সংস্কৃতির ঐতিহ্য অনুযায়ী সাজসজ্জা থাকবে। আর অনুষ্ঠানস্থলে গ্রামীণ কিছু খেলাধুলা থাকবে। এছাড়া হাসপাতাল, জেলা কারাগার ও সরকারি শিশু পরিবারে পহেলা বৈশাখে উন্নতমানের খাবার/ইফতারের আয়োজন করা হবে। বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে চাঁদপুর বড় স্টেশন মোলহেড চত্বরে ইউনেস্কো কর্তৃক ‘মঙ্গল শোভাযাত্রা’কে বিশে^র গুরুত্বপূর্ণ ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টিকে গুরুত্ব সহকারে প্রচার করা হবে। আর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদ্যাপন করা হবে।

 

সর্বাধিক পঠিত