• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অবশেষে স্বস্তির বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়

প্রকাশ:  ১৭ মে ২০২৩, ১১:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 টানা দাবদাহে অতিষ্ঠ মানুষ। এক ফোঁটা বৃষ্টির জন্যে চাতকের মতো অপেক্ষমান ছিলো চাঁদপুরবাসী। অবশেষে নামলো প্রতীক্ষার বৃষ্টি। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকলেও বৃষ্টির দেখা না পাওয়ায় হতাশ ছিলো চাঁদপুরের মানুষ। মঙ্গলবার ১৬ মে এশার নামাজের পর  শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি।  বিজলি চমকানোর সঙ্গে মুহুর্মুহু বজ্রপাতের শব্দে সময়টা রূপ নেয় ভয়ঙ্কর রাতে। হঠাৎ এ বৃষ্টিতে যেনো আচমকাই থমকে যায় শহরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। তবে বৃষ্টি নিয়ে আসে প্রশান্তি। রোজার মাঝামাঝি সময় থেকে ঈদের পর হতে গত কিছুদিন ধরে চাঁদপুরের উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। ভ্যাপসা গরম আর বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে শহরবাসী করছিলো যখন হাঁসফাঁস, ঝড়-বৃষ্টিতে স্বস্তি মিলে সেই অবস্থা থেকে। মুহূর্তের মধ্যে পথে-প্রান্তরে শুকনো ধুলোবালি ভিজে একাকার হয়। এ বৃষ্টিতে শহরের পরিবেশ হয়ে উঠবে নির্মল। প্রকৃতি ফিরে পাবে প্রাণচাঞ্চল্য। আরো ঝড় বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এতে তাপমাত্রা কমে আসবে।

সর্বাধিক পঠিত