ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়া জানিয়ে যা বললো ভারত


২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পাশাপাশি ভারতকে 'জরিমানা' করার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায়, জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখতে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে নয়াদিল্লি। বুধবার (৩০ জুলাই) রাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদন মতে, ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি করা পণ্যের ওপর ট্রাম্পের ২৫% শুল্ক আরোপের এবং 'জরিমানা' ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়ায়, ভারতের কেন্দ্রীয় সরকার বলেছে যে তারা এই পদক্ষেপের প্রভাবগুলো পর্যবেক্ষণ করছে এবং 'জাতীয় স্বার্থ সুরক্ষিত করার জন্য' সব পদক্ষেপ নেয়া হবে।
ট্রাম্পের তীব্র সমালোচনার বিপরীতে, সংক্ষিপ্ত এক বিবৃতিতে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বলেছে, তারা এই ঘোষণার বিষয়টি 'নোট করেছে' এবং জোর দিয়ে বলেছে যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি ন্যায্য দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ। বাণিজ্য চুক্তি নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। বুধবার সন্ধ্যায় ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, 'দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্টের একটি বিবৃতি সরকার লক্ষ্য করেছে। এর প্রভাবগুলো পর্যালোচনা করা হচ্ছে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিকভাবে উপকারী দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পাদনের জন্য আলোচনায় আছে। আমরা সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।'
এতে আরও বলা হয়, 'সরকার আমাদের জাতীয় স্বার্থ সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে, যেমনটি যুক্তরাজ্যের সাথে সবশেষ বিস্তৃত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তিসহ অন্যান্য বাণিজ্য চুক্তির ক্ষেত্রে হয়েছে।' সূত্র: এনডিটিভি