স্বপ্নের ক্যাম্পাস না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সাদিক কায়েম


যেকোনো দল, মত ও আদর্শের যেই থাকুক সবাইকে নিয়েই একসঙ্গে কাজ করা হবে এবং স্বপ্নের ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আমাদের এ লড়াই চলবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) পদে বিজয়ী আবু সাদিক কায়েম। বুধবার (১০ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন সাদিক কায়েম।
সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের কাছে আমানত রেখেছে, সেটি রক্ষা করা হবে। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা, প্রত্যাশা ও কণ্ঠস্বরই হবে আমাদের আন্দোলন ও নেতৃত্বের মূল শক্তি। সবার সঙ্গে ভাইয়ের সম্পর্ক নিয়ে ডাকসুর কাজ পরিচালনা করা হবে। যেকোনো সমস্যা নিয়ে কাজ করবো আমরা। সবাইকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব। তিনি বলেন, শহিদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয় এই ডাকসু নির্বাচন। ভিন্ন দল, মত ও আদর্শের যেই থাকুক সবাইকে নিয়েই একসঙ্গে কাজ করা হবে। আবাসন, গবেষণাসহ সকল বিষয় নিয়ে কাজ করা হবে। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাই আমাদের আকাঙ্ক্ষা। স্বপ্নের ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আমাদের এ লড়াই চলবে।
সাদিক আরও বলেন, সারা দেশের মানুষ আমাদের জন্য দোয়া করেছেন, পরামর্শ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের যেসব প্রত্যাশা ব্যক্ত করেছেন সেগুলোই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের ভয়েসই হবে আমাদের ভয়েস। আমরা দৃঢ়প্রতিজ্ঞ, যতদিন পর্যন্ত এই ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাসে রূপান্তর করতে না পারব, ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।