• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

উত্তরায় বিমান দুর্ঘটনা : নিহতের স্মরণে ভাষাহীন সমবেদনা

প্রকাশ:  ২২ জুলাই ২০২৫, ১১:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহতদের করুন চিৎকার ও আর্তনাদ যেকোনো হৃদয়কে কাঁদিয়েছে। কোমলমতি শিশু কারো ভাই, কারো বোন ও কারো সন্তান। তাই কিছু কষ্টের অনুভূতি আছে, যাকে ভাষায় প্রকাশ করা যায় না। কারো অপ্রত্যাশিত ক্ষতি, প্রিয়জন হারানো কিংবা জীবনের চরম দুঃসময়ে আমরা অনেক সময় নীরব থেকে পাশে দাঁড়াই—এটাই হয়ত সবচেয়ে গভীর সমবেদনা। শব্দহীন এই উপস্থিতি যেন বলে—"আমি আছি তোমার পাশে।" এই অনুভূতিটুকুই অনেক সময় আরেকজন মানুষকে ভেঙে না পড়ার শক্তি দেয়।
 এক নিঃশব্দ আশ্বাস, চোখের জল, স্পর্শের কাঁপন কিংবা নীরব দৃষ্টিতেই অনেক কিছু বলে দেওয়া যায়। এতে নেই কোনো অলংকারময় বাক্য, নেই প্রচার বা বাহুল্য, তবুও এর প্রভাব গভীর ও স্থায়ী। এমন সহমর্মিতা সম্পর্কের বন্ধনকে করে আরও দৃঢ়।
সমাজে মাইলস্টোনের ছাত্র-ছাত্রীদের জন্য! এমন মানবিক আচরণ যদি আরও বিস্তৃত হয়, তবে মানুষ আর একা বোধ করবে না। কষ্টের সময় পাশে দাঁড়ানোর এই নিঃশব্দতা এক ধরনের নীরব সাহস যোগায়। তাই শব্দ না থাকলেও হৃদয় থেকে উঠে আসা এই ‘ভাষাহীন সমবেদনা’ই হয়তো মানবতার সর্বোচ্চ রূপ।
পরম করুনাময়ে কাছে আর্জি আহতের সুস্থতা দান করুন এবং নিহতের শোক সইবার শক্তিদিন। 
-উজ্জ্বল হোসাইন, চাঁদপুর।